পরিচয় প্রকাশনী

আসুন আমরা পরিচিত হই! পরিচিতি গাঢ় হলেই সম্পর্ক নিবিড় হয়; আর তখনই এক বিনি সুতোয় বাঁধা পড়ে আমাদের সম্পর্ক। আমাদের বাঁধনগুলো হোক মজবুত, তাহলে তা ছিঁড়বে না সহজে। তবে তার জন্য চাই নির্ভেজাল জ্ঞান ও সে জ্ঞানের নিরন্তর পরিচর্যা। পরিচয় প্রকাশনী আপনার জ্ঞানচর্চার জগতে বিচরণের এক অনন্য উন্মুক্ত দ্বার। এখান থেকে আপনি প্রবেশ করবেন সীমাহীন জ্ঞানের অফুরন্ত জগতে। পরিচয় প্রকাশনী আপনার সাদর অভ্যর্থনায় প্রস্তুত। জ্ঞান-পিপাসুদের তৃষ্ণা মেটাতে আমরা বদ্ধপরিকর। পরিচয় প্রকাশনী এখন নতুন আঙ্গিকে।

আসুন, আমরা পরিচিত হই আমাদের নিজের সাথে — আমাদের স্রষ্টার সাথে। স্রষ্টার সাথে নিবিড় সম্পর্কে আবদ্ধ হই। এক বৈপ্লবিক পরিবর্তন আসুক আমাদের জ্ঞানজগতে। সেই জ্ঞানেই সুশোভিত হোক আমাদের চারপাশ। সুবাসে মুখরিত হোক বাতাস। আমাদের আগামী প্রজন্ম পাবে তারই সুঘ্রাণ।

পড়ো (হে নবী) , তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন। জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রব বড় মেহেরবান, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, যা সে জানতো না। — সূরা আলাক : ১-৫